মাওলানা আঃ সামাদ তাহফিজুল কুরআন ও মাদানি নেসাব মাদ্রাসা , একটি সুপ্রতিষ্ঠিত মাদ্রাসা যেখানে কুরআনের সঠিক জ্ঞান ও শিক্ষার প্রসারে নিবেদিতভাবে কাজ করা হয়। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে ইসলামী আদর্শ ও নৈতিক শিক্ষায় গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।মাওলানা আঃ সামাদ তাহফিজুল কুরআন ও মাদানি নেসাব মাদ্রাসা শিক্ষার্থীদের কুরআনের গভীর জ্ঞান, শুদ্ধ তেলাওয়াত, এবং কুরআনের হিফজ বা মুখস্থ করার জন্য পর্যাপ্ত সুযোগ ও পরিবেশ প্রদান করা হয়।
আজকের যারা শিশু তারাই পরিবার, সমাজ ও জাতির ভবিষ্যৎ। প্রতিটি শিশুর অন্তরে ভবিষ্যৎ সম্ভাবনা অন্তর্নিহিত। শিশুদের জন্য তাই উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা একান্ত প্রয়োজন। যাতে করে এরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং সমাজের উপকারে আসতে পারে। তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরী।
একজন শিক্ষকই পারেন শিশুদেরকে তথা দেশ ও জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে। আর তার জন্য শিক্ষকদেও সঠিকভাবে শিক্ষকতার যোগ্যরূপে গড়ে তোলা প্রয়োজন। এই উদ্দেশ্য কে সামনে রেখেই আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। সামাজিক জীবনে নৈতিক চরিত্রই প্রধান বিষয়, যা সামাজিক ভারসাম্য রক্ষা করতে পারে। যে সমাজের লোকজন নৈতিক চরিত্রহীন হয়ে যায় তারা পশু সমতুল্য। হক-হালাল, সত্য-মিথ্যা, ভাল-মন্দ, জায়েজ-নাজায়েজ ইত্যাদি ব্যপার গুলো মেনে চলা এবং তার প্রতিফলন ঘটানো সমাজের প্রতিটি লোকের অপরিহার্য্য বিষয়। আর এ সকল বিষয়ে তখনি শ্রদ্ধাবোধ আসে যখন নৈতিক চরিত্র নীতি বোধ থাকে। আর নৈতিক চরিত্র সুন্দর করনে মাদরাসা শিক্ষার বিকল্প নেই।
কারন এ শিক্ষা দ্বারা মানুষ কুরআন ও হাদীসের জ্ঞান লাভ করে এবং এতে তার আত্মিক ও চারিত্রিক পরিশুদ্ধি সাধন হয়। রাসূল (সা) এ প্রসঙ্গে বলেছেন-
حَدَّثَنَا عَبْدَانُ عَنْ أَبِي حَمْزَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ مَسْرُوقٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ لَمْ يَكُنْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا وَلَا مُتَفَحِّشًا وَكَانَ يَقُولُ إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلَاقًا(البخارى ১১-৩৯৪)
অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট সে যার চরিত্র তোমাদের মধ্যে সর্বোত্তম।