My Blog

আমাদের সেবা সমুহ

আমাদের রয়েছে বিষয় ভিত্তিক দক্ষ, অভিজ্ঞ ও স্বীকৃত শিক্ষক / শিক্ষিকামন্ডলী। বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রদত্ত সার্টিফিকেট প্রাপ্ত শিক্ষকমন্ডলী। যাদেরর সার্বিক তত্ত্বাবধানে আপনাকে একজন দক্ষ মু’আল্লিম হিসেবে গড়ে তোলা আমদের দায়িত্ব। 

প্রাযুক্তির এই যুগে আমরা যেনো সুন্দর হাতের লেখা কিংবা হাতের সুন্দর লেখার গুরুত্ব ক্রমাগতই ভুলে যাচ্ছি।এর কারন হলো স্মার্টফোন বা কম্পিউটার ডিভাইস গুলো থাকার কারনে হাতের লেখা নিয়ে খুব বেশি চিন্তা করতে হয়না।
লেখা নিয়ে যাবতীয় সবকিছুই এখন টাইপিং করার মাধ্যমে সম্পন্ন করা সম্ভব।এর জন্য ইলেকট্রনিক্স ডিভাইস গুলোকে কৃতিত্ব দিতেই হয়।কিন্তু আমরা এখনো অনেকে জানি না যে হাতের লেখা এখনো অতি গুরুত্বপূর্ণ বিষয় গুলোর মধ্যে একটি। বিশেষ করি আপনি যখন কোনো মাদ্রাসা / বিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং প্রতিনিয়ত শত শত শিক্ষার্থির সামনে আপনাকে লিখতে হচ্ছে। তখন আপনার হাতের লেখা সুন্দর এবং মার্জিত হওয়া খুবই বাঞ্ছনীয়। হাতের লেখার চর্চা ছোট থেকে করতে হয়। অবশ্য বড় হওয়ার পরও কিছু কৌশল অনুসরণ করে হাতের লেখা ভালো করা সুযোগ আছে। আপনারা কি ভাবে সেই সকল কৌশল রপ্ত করার মাধ্যমে নিজেদের হাতের লেখাকে আরো সুন্দর এবং মার্জিত করে তুলবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে সার্বিক সাহায্য এবং দিক নির্দেশনা প্রদান করবো।

স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ দেহের সঙ্গে সুস্থ মনের যোগসূত্র রয়েছে। শরীর সুস্থ না থাকলে মন সুস্থ থাকে না। কোনো কাজে মনোযোগ রাখা কঠিন হয়। তার জন্য আমাদের এখানে রয়েছে থাকার জন্য সাস্থ্যকর পরিবেশ এর পাশাপাশি রয়েছে প্রতিদিন রুচিসম্মত নাস্তা ৩ বার স্বাস্থ্য সম্মত উন্নত খাবার এর ব্যবস্থা।

আমাদের প্রতিষ্ঠানটি একটি সরকার স্বীকৃত প্রতিষ্ঠান। এখান থেকে কোর্স সম্পন্নকারী প্রতিটি শিক্ষার্থীকে কোর্স শেষে বোর্ড কতৃক সনদ প্রদান করা হয়।

আমরা শুধু আপনাকে যোগ্য মু’আল্লিম হিসেবে গড়ে তোলার মধ্যেই সীমাবদ্ধ থাকি না। এখান থেকে কোর্স সম্পন্নকারী প্রতিটি শিক্ষার্থীর যেন কোর্স শেষে উপযুক্ত খেদমতের (চাকুরি) ব্যাবস্থা হয় সেই বিষয়েও আমাদের দায়বদ্ধতা রয়েছে। সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের কৃতী শিক্ষার্থীরা নিষ্ঠার সাথে মু’আল্লিম এর দায়িত্ব পালন লরে যাচ্ছে।

আল-কোরআন এমন একটি ঐশী কিতাব যার ভাষা, ভাব, অলংকার, উপমা, ছন্দ, মূর্ছণা, ভাবের গভীরতা, অভিনব গ্রন্থনা, বাক্যের অনুপম বিন্যাস, মর্মস্পশী, সুর-ঝংকার, শাব্দিক দ্যোতনা ঈদৃশ গুনাবলী সব কিছু মিলে তার তুলনা হয় না। মোট কথা এর স্টাইল সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত। প্রত্যেক নর-নারীর ওপর কোরআন এতটুকু সহিহ শুদ্ধ করে পড়া ফরজে আইন, যার দ্বারা অর্থ পরিবর্তন হয় না।আমাদের এখানে রয়েছে মশ্কের মাধ্যমে তেলাওয়াতের মান উন্নত করার ব্যাবস্থা।